অরবিন্দ কেজরিওয়াল পরাজিত

আগরতলা, Feb 08, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
বিজেপি ৭০ আসনের দিল্লিতে ৪৮টির বেশি আসনে জয় অরবিন্দ কেজরিওয়াল পরাজিত দিল্লিতে আম আদমি পার্টি। ২৭ বছর বাদে রাজধানীতে গেরুয়া নিশান ওড়াল বিজেপি। ধরাশায়ী হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো ভিভিআইপি মুখ। বিজেপির এই বিরাট সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ‘এই জয় বিকাশ ও সুশাসনের জয়।’ । অন্যদিকে, মাত্র ২২ আসন আপের। ফলাফল বলছে, দিল্লির জঙ্গপুরা আসনে ৬৭৫ ভোটে পরাজিত মণীশ সিসোদিয়া। অন্যদিকে নয়াদিল্লি আসনে ৩ হাজার ভোটে হারলেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা জিতে গিয়েছেন। তবে সামগ্রিক ভাবে দিল্লির নির্বাচনে লজ্জার হার মেনে নিতেই হল আপকে।
ভোট গণনার কার্যত স্পষ্ট হয়ে যায় কোন দিকে যেতে চলেছে।। জয় কার্যত নিশ্চিত হওয়ার পর এক্স হ্যান্ডেলে বার্তা দেন প্রধানমন্ত্রী ভোট বিপর্যয়ের পর কেজরিওয়ালের বার্তা, ‘আমরা জনতার রায় মেনে নিয়েছি। আশা করি বিজেপি মানুষের প্রত্যাশা পূরণ করবে